ঢাকামঙ্গলবার , ২৯ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা

আবু বকর সিদ্দিক
মার্চ ২৯, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

নগরীর আল-আমিন নগরে ০৩ মাসের বাচ্চা অপহরনের দায়ে কথিত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বাচ্চার মা রাশেদা বেগম (১৯)। মঙ্গলবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় রাশেদা বেগম এ অভিযোগ দায়ের করে।

অভিযোগে উল্লেখ করা হয়, লালমনিরহাট জেলার, আদিতমারি থানার বাসিন্দা রাশেদা বেগম বর্তমানে নারায়ণগঞ্জের আল-আমিন নগরে সুমন মিয়ার ভাড়া বাড়িতে (ভান্ডারির মেয়ের বাড়ি হিসেবে পরিচিত) বসবাস করছে। গত ২৮ তারিখ দুপুর ২টায় উক্ত ঠিকানায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন পুরুষ ও নারী ভাড়াটিয়া হিসেবে আসেন। পরদিন ২৯ মার্চ সকাল ১০টার দিকে উক্ত ভাড়াটিয়ার কাছে প্রতিবেশী হিসেবে আমার ০৩ মাসের বাচ্চাকে রেখে বাজারে যাই। সাড়ে দশটার সময় বাড়িতে এসে দেখি তারা আমার বাচ্চাকে অপহরন করে অজ্ঞাত স্থানে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিনা। আমার সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।