ঢাকাবুধবার , ৩০ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৮

আবু বকর সিদ্দিক
মার্চ ৩০, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ডে ৮জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টায় উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দগ্ধ শ্রমিকরা হলেন, বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট যায়। প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষ আগুনের সঠিক সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে। অগ্নিকান্ডে কোন প্রাণহানী হয়নি। তবে আটজন এ ঘটনায় দগ্ধ হয়েছেন। ইতোমধ্যে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।