ঢাকামঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

আবু বকর সিদ্দিক
এপ্রিল ৫, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালান করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার (ভূমি )আরাফাত মোহাম্মদ নোমান সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশী দামে বিক্রি করায় ১টি মাংসের দোকান ও ৩ জন মাছ ব্যবসায়ী ও ১জন মুরগীর বিক্রেতাকে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়াও আড়াইহাজার বাজার যানজট নিরসনের জন্য অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১০টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ইজিবাহক চালকদের সতর্ক করা হয়। ম্যাজিস্ট্রেটের অভিযানের ফলে মুহুর্তের মধ্যে বাজার যানজট মুক্ত হয়ে যায়। যানজট মুক্ত করতে কঠোর অবস্থান নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সহকারী কমিশনার (ভূমি) আরাফাত মোহাম্মদ নোমান জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করতেও যানজট মুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।