ঢাকামঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পাগলার যানযট দ্রুত নিরসনে ইউএনও’র নির্দেশ

আবু বকর সিদ্দিক
এপ্রিল ৫, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিফাত পেরদৌস গিয়েছিলেন কুতুবপুর ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনে। ভূমি অফিস টি কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় অবস্থিত। ভূমি অফিস পরিদর্শনে গিয়ে পাগলা এলাকার যানযটে ভুক্তভোগী হয়েছেন তিনি। ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা পরিষদে ফেরার পথে থামলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদে। সেখানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টুসহ মেম্বারদের সাথে একটি মিটিং করলেন এবং দ্রুত এই যানযট নিরসনের নির্দেশ দিলেন সেন্টু চেয়ারম্যানকে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস ভূমি অফিস পরিদর্শন শেষে যাওয়ার পথে কুতুবপুর ইউনিয়নে উপস্থিত হয়ে পাগলা এলাকার এ যানযট নিয়ে কথা বলেন। এসময় সেন্টু চেয়ারম্যান ইউএনও রিফাত ফেরদৌসকে বলেন, পাগলা এলাকার কিছু অবৈধ যানবাহন স্টান ও ফুটপাতের কারণে এ যানযট সৃষ্টি হয়। এগুলোকে উচ্ছেদ করে দেয় তারপরেও আবার বসে পড়ে। এখানে প্রশাসনিক সাহায্য দরকার। আপনি একটু সহযোগিতা করলে হইতো একেবারে উচ্ছেদ করা সম্ভব হবে। এর পর ইউএনও রিফাত ফেরদৌস সেন্টু চেয়ারম্যানকে যানযটের কিছু ছবি ও তথ্য নিয়ে দরখাস্ত করার পরামর্শ দেন।

এসময় ইউনিয়ন পরিষদে সেন্টু চেয়ারম্যানের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া, মো. রোকন উদ্দিন রোকন, সদস্য মো. ঈমান আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. সাগর, মো. রঞ্জু মিয়া, মো. জামান মিয়া, মহিলা সদস্য আরজুদা বেগম খুকি প্রমূখ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।