ঢাকাবুধবার , ৬ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখে প্রধানমন্ত্রীর উপহারনা’গঞ্জ শিল্পকলা একোডেমি ভবন

আবু বকর সিদ্দিক
এপ্রিল ৬, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জবাসীর বহুদিনের স্বপ্নের শিল্পকলা একোডেমি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নগরীর পুরাতন কোট ভবনের পাশে অবস্থিত নবনির্মিত ভবনটি আগামী ১৩ এপ্রিল সকাল ১১টায় উদ্বোধন করা হবে।

শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, গণভবন থেকে সরাসরি অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থাকবেন কর্মকর্তারা। ২০১৩ সালে নারায়ণগঞ্জে সরকারি ভাবে প্রথম কালচারাল কার্যক্রম শুরু হয়। তখন শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালিত হতো চাষাঢ়ায় অবস্থিত জিয়াহলে। হলটি পরিত্যক্ত ঘোষণার পর একাডেমীর কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন কোট ভবন বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে সেই ভবন ভেঙ্গে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন।

২০১৭ সালের মে মাসে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী ও অডিটরিয়াম ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৫০ শতাংশ জমির উপর নির্মিত এই ভবনটি কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের জুন মাসে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।