ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে কোরিয়ার জনপ্রিয় ফ্যাশন-ফিউশন ব্র্যান্ড ‘ইওইওসো’

আবু বকর সিদ্দিক
এপ্রিল ১০, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

শিল্প ও বাণিজ্যের জেলা নারায়ণগঞ্জ। রাজধানীর গা ঘেঁষে জেলাটির অবস্থান হওয়ায় অনেক সুবিধা থেকেই বঞ্চিত এখানকার মানুষ। তবে, বর্তমানে জেলাটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ধীরে ধীরে আসছে রাজধানীর সকল সুবিধা। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে যাত্রা শুরু হচ্ছে সাউথ কোরিয়ার ফ্যাশেন-ফিউশন ব্র্যান্ড `YOYOSO BD’র (ইওইওসো বিডি)। আগামী ১২ এ্রপ্রিল (মঙ্গলবার) নগরীর বঙ্গবন্ধু সড়কের কালীরবাজার স্বর্ণপট্টির মোড় খ্যাত ‘আমান ভবন’ এর ২য় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে উক্ত প্রতিষ্ঠানটির। বিশ্বের ৪০টি দেশের ৩৮০ টিরও বেশি শহরে ‘ইওইওসো’ রয়েছে, এরই সাথে এখন ‘নারায়ণগঞ্জ’ শহরের নামটিও যুক্ত হলো।

২০১৪ সালে YOYOSO (BD) LTD নামের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় সাউথ কোরিয়ার। বর্তমানে চীন, আমেরিকা, স্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, অমেক্সিকো, বাহরাইন, ব্রুনেই, জর্জিয়া, কুয়েত, ভারত, দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি, মঙ্গোলিয়া, ব্রাজিল, গুয়াতেমালা, ইকুয়েডর, ফ্রান্স, রাশিয়া, ইরাক, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, কাজাখস্তান, আজারবাইজান, পাকিস্তান,কানাডা, নেপাল, পর্তুগাল, কাতার, কলম্বিয়াৎসহ বিশ্বের ৪০ দেশের ৩৮০ টিরও বেশি শহরে ইওইওসো লি. এর আউটলেট আছে। প্রতিষ্ঠানটিকে ২০২০ সালের জুন মাসে বাংলাদেশে নিয়ে এসেছেন ইওইওসো বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মোনজারিন জামান। বর্তমানে ঢাকার বনানী ও যমুনা ফিউচার পার্কে ইওইওসো বাংলাদেশের দু’টি আউটলেট রয়েছে। তৃতীয় আউটলেট হতে যাচ্ছে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের আমান ভবনে।

দেশের স্বনাম ধন্য পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ফকির এ্যাপারেলস লিমিটিডের একটি সহপ্রতিষ্ঠান হিসেবে নারায়ণগঞ্জে যাত্রা শুরু হচ্ছে ইওইওসো বিডি’র। এখান থেকে এক ছাদের নিচে নারায়ণগগঞ্জবাসী পাবে দৈনিক জীবনের পণ্য, গৃহস্থলীর জিনিস, দুর্দান্ত ব্যাগ, ডিজিটাল পণ্য, উপহার ও খেলনা সামগ্রী, ফ্যাশনারিজ, মৌসুমী পণ্য ও ইলেক্ট্রিকের ৫ হাজারের বেশি বিশ্ব মানের পণ্য। দৃষ্টিনন্দ ও ভাল মানের পণ্য গুলোর দাম থাকবে গ্রাহকদের নাগালের মধ্যে। আমান ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটি উদ্বোধনে সকল ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। বিশ্ব মানের দেশি-বিদেশী পণ্য সাজানো হয়েছে আউটলেটে। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১২ এপ্রিল উদ্বোধন হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।