ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আলদী বাজারের মাঠার ক্রেতা নেই না’গঞ্জে

আবু বকর সিদ্দিক
এপ্রিল ১০, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দু’দিন পূর্বেও এই ব্যক্তি ব্যানার সাটিয়ে ‘আলদী বাজারের মাঠা’ বলে বিক্রি করতেন নগরীর উকিলপাড়ায়। সেই দোকানে এখন ব্যানার নেই।একই ভাবে ব্যানার লাগায়নি দেওভোগের রিদম প্লাজার সামনের মাঠা বিক্রি করতেন বেশ কয়েকজন। সেখানেও একজন ব্যতিত কারো কাছেই ছিল না সেই ‘আলদী বাজারের মাঠা’ লেখা ব্যানার। মুন্সিগঞ্জের আলদী বাজারের জনপ্রিয় মাঠা মাত্র একদিনের ব্যবধানে রোববার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা হারিয়েছে। যে মাঠার দোকান গুলোতে ক্রেতার ভীড় সামলাতে হিমশিম খেয়েছে দোকানী, এখন সেখানে অলস সময় পার করছে।

ইফতার সামগ্রী কিনতে আসা ক্রেতা রুহুল আমিন জানান, আলদী বাজারের মাঠা নাম শুনলেই বিশ্বাস নিয়ে কিনেছি। যখন দেখেছি, বস্তার গুড়া দুধ আর স্যাকারিনের মাধ্যমে তৈরি হয়, এখন সেই বিশ্বাসটাই চলে গেছে। মুন্সীগঞ্জের আলদির জনপ্রিয় কমল ঘোষের মাঠা কারখানায় গত ৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে গিয়ে দেখেন, গাভীর দুধ, পানি, চিনি ও লবণের পরিবর্তে মাঠা বস্তার গুড়াদুধ আর স্যাকারিনের মিশ্রনে তৈরি হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও সাদা পোকা মাঠার পাত্রে কিলবিল করছে।স্যোশাল মিডিয়ার কল্যাণে মুহুর্তেই জানা যানিয়ে হয়ে যায়। এর প্রভাব ১০ এপ্রিল ইফতার বাজারের মাঠার উপর পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোষণা দিয়ে আলদীর মাঠা বিক্রির দোকান গুলোতে ক্রেতা নেই। বিক্রেতাদের কেউ কেউ অস্বীকার করে বলছেন ‘এ গুলো আলদীর মাঠা নয়’। কেউ আবার বলছেন ‘সবাই এক নয়’। রিদম প্লাজার সামনের মাঠা বিক্রেতাকে আলদীর মাঠা কি না? জিজ্ঞাস করলে সরাসরি বলেন, ‘না’।তবে, উকিলপাড়ার সামনে বসা মাঠা বিক্রেতা বলেছেন, ‘এই মাঠা আলদী বাজারের। একজন মাঠা ভেজাল করেছে বলে সবাই করবে, এমনটাও নয়।’

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।