শিল্প-কল কারখানায় ৪ ঘন্টা গ্যাস বন্ধ রাখার অনুরোধ

নারায়ণগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে ১৫ দিনের জন্য শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) সোমবার (১১ এপ্রিল) শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখা সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১২ এপ্রিল মঙ্গলবার হতে পরবর্তী ১৫ (পনের) দিন বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে। সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ