পিরোজপুরে প্যানেল চেয়ারম্যান সেলিম

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পিরোজপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি সেলিম রেজা। সোমবার (১১ এপ্রিল) ইউনিয়ন পরিষদের ১ম সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমি আমার প্রিয় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভোটে আমি দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি এবং দ্বিতীয় বার প্যানেল চেয়ারম্যান হলাম। কৃতজ্ঞতা জানাই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ পরিষদের সকল সদস্যবৃন্দের প্রতি, যাদের অকুণ্ঠ সমর্থন ছিল বলেই আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছি। আমি আমার উপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ