দেওভোগে কিশোর বাহিনীর তান্ডব!

নারায়ণগঞ্জের দেওভোগে কাউন্সিলর সফি বাহিনীর স্বসস্ত্র সন্ত্রসীরা তান্ডব চালিয়েছে। এসময় কাউন্সিলর সফির সেল্টারে থাকা নন্দীপাড়ার সন্ত্রাসীরা মুখে কাপড় পেচিয়ে হাতে দেশীয় অস্ত্র নিয়ে দেওভোগের জিউসপুকুরের পশ্চিম পাড়ের একটি বহুতল ভবনের নিচতলার ১০-১২টি বসতঘরে অতর্কিত হামলা চালায়। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে।

সোমবার (১১ এপ্রিল) রাত ১১টায় নগরীর দেওভোগের জিউসপুকুরপারে কাউন্সিলর সফি বাহিনীর আশ্রয়ে গড়ে ওঠা নন্দীপাড়ার চিহ্নিত সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে তান্ডব চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ৫০ থেকে ৬০ জন কিশোরগ্যাংয়ের সন্ত্রাসীরা মুখে কাপর জড়িয়ে মুখ ঢেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলাচালায় ওব্যপক ভাংচুর করে। শুনেছি অনেকের বাড়িঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে তারা। খবর পেয়ে স্থানীয় ২ কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি ও কাউন্সিলর মনিরূজ্জামন মনির ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বলেন প্রথমে রাত সাড়ে ৮টার দিকে এক দফায় হাশলা চালায়। পরে আবার দ্বীতিয় দফায় আবার তান্ডব চালায় সন্ত্রাসীরা। তবে ঠিক কি কারণে এ হামলা চালিয়েছে সন্ত্রাসীর আমাদের জানা নেই।

এদিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, খবর পেয়ে সেখানে পলিশ পাঠিয়েছি। পুলিশ সদস্যরা সেখানে রয়েছে, ঘটনায় জড়িতদের আইনের অওতায় আনা হবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ