না’গঞ্জ ঐতিহাসিক স্থান এখানে আরোও বেশি উন্নয়ন প্রয়োজন : সমবায় প্রতিমন্ত্রী

চাষাড়ার সুপারশপ মেহেদি মার্ট উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে গ্রামকে শহর করা। অনুন্নত এলাকাকে আরো উন্নত করা। নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক জায়গা। কিন্তু সেইভাবে উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এখন সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের কর্মক্ষেত্র সহ সার্বিকভাবে উন্নয়ন কামনা করছি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে চাষাড়ার সুপারশপ মেহেদি মার্ট উদ্বোধন পরবর্তী তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে বাঙালি জাতির উৎসবময় দিন। শুভ নববর্ষ। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম বলেই আজকে বাঙালি তাদের নিজ¦স্ব আত্মপরিচয় পেয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, পুলিশ সুপার জায়েদুল আলম, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ