আদালতে স্বামীর স্বীকারোক্তি খুনের পর স্ত্রী লাশ ময়লায় ফেলে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে এক সন্তানের জননী অনিতাকে (২৩) শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেফতার স্বামী আশিকুল্লাহ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম পাটোয়ারি। তিনি অনিতা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। গত ১৩ এপ্রিল নিহতের মা রুমি আক্তার বাদী হয়ে আশিকুল্লাহ’র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন বিকেলেই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা এলাকার আবুল কালাম মিয়ার মেয়ে অনিতার সাথে বন্দর থানার কোর্টপাড়ার ওয়াজেদ আলী মিয়ার বাড়ি ভাড়াটিয়া শাহআলম মিয়ার ছেলে আশিকুল্লাহ সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। ৭ বছরে সংসার জীবনে তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে স্ত্রীকে নির্যাতন করতো স্বামী আশিক। গত ১৩ এপ্রিল সে তার স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ময়লার স্তুপে লাশ ফেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ