ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফসলি জমি কাটায় ট্রাক-ভেকু জ্বালিয়ে দিল গ্রামবাসী

আবু বকর সিদ্দিক
এপ্রিল ১৯, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে উত্তেজিত গ্রামবাসী দুটি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকাস্থ জিএনডি ইট ভাটার কাছে পাকা রাস্তায়।গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধরে মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি ট্রাক যার (নং ঢাকা মেট্রো-ট-১৫-৫১২২) ও ঢাকা মেট্রো-ট- ২২-৭১২৪) যোগে ব্রাক্ষন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধ ভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় থাকা তাদের বাধাঁ দিলে কোন কর্নপাত করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েকটি গ্রামবাসী একত্রিত হয়ে ২টি ট্রাক ও ভেকু জ্বালিয়ে দেয়। এদিকে এঘটনায় ভেকুর মালিকরা উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, নিরহ কাউকে হয়রানি করা হবে না।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।