ফসলি জমি কাটায় ট্রাক-ভেকু জ্বালিয়ে দিল গ্রামবাসী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে উত্তেজিত গ্রামবাসী দুটি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকাস্থ জিএনডি ইট ভাটার কাছে পাকা রাস্তায়।গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধরে মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি ট্রাক যার (নং ঢাকা মেট্রো-ট-১৫-৫১২২) ও ঢাকা মেট্রো-ট- ২২-৭১২৪) যোগে ব্রাক্ষন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধ ভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় থাকা তাদের বাধাঁ দিলে কোন কর্নপাত করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েকটি গ্রামবাসী একত্রিত হয়ে ২টি ট্রাক ও ভেকু জ্বালিয়ে দেয়। এদিকে এঘটনায় ভেকুর মালিকরা উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, নিরহ কাউকে হয়রানি করা হবে না।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ