ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আবারও দেখা হল, এবারও কথা হল না

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
এপ্রিল ২০, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মাত্র ২ দিনের ব্যবধানে আবারও এক টেবিলে বসেছেন দেশের জনপ্রিয় সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তবে আজও একে অন্যের সঙ্গে কথা বলেননি বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের বাস ভবনে বুধবার (২০ এপ্রিল) ইফতার অনুষ্ঠানে এক টেবিলে বসে ইফতার করেন তারা।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী অবস্থান দুই বিপরীত মেরুতে। দুজনের মধ্যকার তিক্ত সম্পর্কের বিষয়টি স্থানীয় রাজনীতি ছাপিয়ে অনেক সময় জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছিল। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজেরে সভাপতিত্বে জেলা প্রশাসনের ইফতার আয়োজনে এক টেবিলে আইভী, শামীম ওসমান ছাড়াও বসেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য একেএম লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তবে শামীম ও আইভী এক টেবিলে বসলেও তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। ওই ইফতার অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত বছরের ২৫ জুলাই বার্ধক্যের কারণে আইভীর মা মমতাজ বেগম মারা যান। তাঁর মৃত্যুতে গত ২৭ জুলাই শহরের দেওভোগে চুনকাকুটিরের বাড়িতে গিয়ে মেয়র আইভীকে সান্ত্বনা দেন শামীম ওসমান। এরপর মাত্র ২ দিন আগে ১৮ এপ্রিল জেলা পুলিশের আয়োজনে ফতুল্লার পুলিশ লাইনসে আয়োজিত ইফতার মাহফিলে এক টেবিলে বসেন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।