ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখী তান্ডবে লন্ডভন্ড বন্দর

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
এপ্রিল ২০, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কাল বৈশাখী ঝড়ে বন্দর উপজেলার নিম্নঞ্চলে লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে।  প্রচন্ড ঝড়ে কারনে সাধারন মানুষের ফসলী জমি, ঘর বাড়ী, ও দোকান পাটের ব্যাপক ক্ষতি সাধনসহ এমনকি বিদুৎত খুঁটি হেলে পরার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়াও বিভিন্ন এলাকার ছোট বড় অনেক গাছ  রাস্তা পাশে উপড়ে পড়ে যান চলাচলসহ বিদুৎত সরবরাহে বিগ্ন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও প্রবল বর্ষনের কারনে বন্দরে অনেক এলাকার ঘর বাড়িসহ  বিভিন্ন  রাস্তা ঘাটে হাটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা চুন্নু ফারুক গনমাধ্যমকে জানিয়েছে, বুধবার ভোরে বৈশাখী ঝড় ও অতিরিক্ত বৃষ্টি কারনে বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারনে দিনমজুররা কাজে যোগাদিতে না পেরে এ রমজান মাসে পরিবার পরিজন নিয়ে অনেককে অনাহারের থাকার কথা শুনো গেছে। তিনি আরো জানান, প্রচন্ড ঝড় কারনে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির কারনে কলাগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদুৎতের খুটি হেলে পরেছে। বিদুৎত খুঁটি হেলে পরার কারনে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে।  এ ছাড়াও ফসলী জমিসহ আমের প্রচুর ক্ষতি সাধন হয়েছে। তথ্য সূত্রে জানা গেছে, এক দিকে কাল বৈশখী ঝড় ও অপর দিকে অতিরুক্ত বৃষ্টির কারনে বন্দর উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী ও আলীনগর এলাকায় হাটু পানিতে তলিয়ে যায়। এত করে ওই পথে চলাচলরত স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, পথচারি, কর্মজিবী এমনকি রোজদারদের চরম র্দূভোগের শিকার হতে দেখা গেছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।