বৈশাখী ঝড়ে লন্ডভন্ড ফতুল্লা মডেল থানার ইফতার মাহফিল মঞ্চ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় প্রায় আড়াইশ লোকের ইফতার মাহফিলের মঞ্চ বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। শুক্রবার (২২ এপ্রিল) ইফতারের জন্য নির্ধারিত সময় ছিল। এ উপলক্ষে থানার অভ্যন্তরে সাজানো হয় ইফতার মাহফিলের মঞ্চ। আর মঞ্চের পাশেই চলছিল ইফতার সামগ্রী তৈরির রান্না। এর মধ্যে হঠাৎ বিকেলে শুরু হয় বৈশাখী ঝড়। এতে মুহুর্তের মধ্যে সাজানো গোছানো সব আয়োজন লন্ডভন্ড হয়ে যায়। বাতাসে এলোমেলো হয়ে যায় চেয়ার টেবিলসহ হাড়ি পাতিল। খাবার সামগ্রীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে কমিউনিটি পুলিশ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ। সব মিলিয়ে প্রায় দুই থেকে আড়াইশ মেহমান আসবে। এরমধ্যে ঝড়ে সব আয়োজন লন্ডভন্ড হয়ে গেছে। আমন্ত্রিত অতিথিদের ইফতারের জন্য আবারো চেষ্টা চলছে। ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামাল জানান, খবর পেয়ে থানায় এসে দেখি ঝড়ে ইফতার মাহফিল মঞ্চ, খাবার সামগ্রী উড়িয়ে নিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। চেষ্টা করছি কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে পুনরায় ইফতার সামগ্রী তৈরীর।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ