পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহিষ্কৃত বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই অর্থ বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বধির সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা জামাল হোসেন ও সেলিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। একই সাথে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার পরিষদ সদস্য আমির হোসেন বুলুকে বাড়ি নির্মাণে টিন ক্রয়ে নগদ অর্থ তুলে দেন।