সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ঝুমুর (৭) ও আব্দুল্লাহ (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন রেহান সাহেবের বাড়ির পুকুরে। খানপুর ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু ২টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ঝুমুর বরিশালের ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে এবং আব্দুল্লাহ বরিশালের রুবেল মিয়ার ছেলে। তারা উভয়ই সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাঁদের ধমক দিয়ে বাসায় পাঠালেও আবারও তারা পুকুরে গোসল করতে আসে। দুপুর ১টার পরে লোকজনের চিৎকার শুনে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ