ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আবু বকর
এপ্রিল ২৬, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ঝুমুর (৭) ও আব্দুল্লাহ (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন রেহান সাহেবের বাড়ির পুকুরে। খানপুর ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু ২টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ঝুমুর বরিশালের ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে এবং আব্দুল্লাহ বরিশালের রুবেল মিয়ার ছেলে। তারা উভয়ই সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাঁদের ধমক দিয়ে বাসায় পাঠালেও আবারও তারা পুকুরে গোসল করতে আসে। দুপুর ১টার পরে লোকজনের চিৎকার শুনে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।