নন্দিত চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভীর বিদায়

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন রিজভী (৭৮) মারা গেছেন। তিনি গত কয়েক বছর ধরে বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় তিনি নগরীর বাবুরাইল নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

প্রসঙ্গত, তমিজউদ্দিন রিজভী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার পরিচালিত আশীর্বাদ শিরোনামের চলচ্চিত্রটির মাধ্যমে চিত্র নায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তমিজ উদ্দিন রিজভী আশা ভালবাসা চলচ্চিত্রেরও পরিচালক ছিলেন। এই চলচ্চিত্রটির মাধ্যমে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের।তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ছোট মা, জেলের মেয়ে ও জবাবদিহি।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ