ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নন্দিত চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভীর বিদায়

আবু বকর সিদ্দিক
এপ্রিল ২৬, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন রিজভী (৭৮) মারা গেছেন। তিনি গত কয়েক বছর ধরে বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় তিনি নগরীর বাবুরাইল নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

প্রসঙ্গত, তমিজউদ্দিন রিজভী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার পরিচালিত আশীর্বাদ শিরোনামের চলচ্চিত্রটির মাধ্যমে চিত্র নায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তমিজ উদ্দিন রিজভী আশা ভালবাসা চলচ্চিত্রেরও পরিচালক ছিলেন। এই চলচ্চিত্রটির মাধ্যমে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের।তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ছোট মা, জেলের মেয়ে ও জবাবদিহি।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।