রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাতে অস্থায়ী দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামিরা হলেন: শরীয়তপুরের নড়িয়া চাকদো এলাকার আব্দুল মালেকের ছেলে দেলোয়ার হোসেন (৪২), লক্ষ্মীপুরের রামগঞ্জ উদনপাড়া এলাকার আমির হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৪), নরসিংদীর মাধবদী পুলাইট এলাকার মৃত আলী আহম্মদের ছেলে জহিরুল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ২০০ টাকা থেকে ৩০০ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ