ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ডায়রিয়া রোধে মসজিদে মাইকিংয়ের নির্দেশ আইভীর

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
এপ্রিল ২৭, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা প্রতিদিন বৃদ্ধি হওয়ায় কাউন্সিলরদের নিজ নিজ এলাকার বাসিন্দাদের সচেতন করার আহবান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও মসজিদের মাইকে ডায়রিয়া সচেতনতার ঘোষণা দেওয়ার আহবান জানান তিনি।

মেয়র আইভী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসকে ফরহাদ এর কাছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ জানতে চান।’

এসময় ডা. ফরহাদ জানান, ‘প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগী বেড়ে চলেছে। তাদের অনেকেই আক্রান্ত হচ্ছে পানির জন্য। আবার অনেকে আক্রান্ত হচ্ছে খাবারের জন্য। বিশুদ্ধ পানি পান না করা এবং তৈলাক্ত খাবার গ্রহণের ফলেই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিয়ে সবাই সুস্থ হয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এজন্য প্রতিটি এলাকার মসজিদের মাইকে ঘোষণা করা হলে মানুষ বেশি সচেতন হবে।’

এসময় ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ^াস বলেন, ‘বিষয়টি জানার পর আমার ওয়ার্ডের প্রতিটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। যার প্রেক্ষিতে মসজিদের মাইক থেকে সচেতনা বিষয়ে ঘোষণা করা হয়েছে।’

মেয়র আইভী বলেন, ‘এখন যারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে তারা পানির জন্য না। কারণ পানির জন্য হলে একটি শ্রেনির বা এক এলাকার সবাই আক্রান্ত হতো। কিন্তু এখানে সবাই হচ্ছে এটা বিশুদ্ধ পানি পান না করা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবার বিষয়ে সচেতন হতে হবে। অসুস্থ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা কাউন্সিলররা নিজ নিজ এলাকার বাসিন্দাদের ডায়রিয়া বিষয়ে সচেতন করবেন। ওয়ার্ডের মসজিদের মাইকে সচেতনতা বিষয়ে ঘোষণা দিতে বলবেন।’

২৪ এপ্রিল রোববার দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ আহবান জানান।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।