খেলতে নামবো ৫ মিনিটও টিকতে পারবেন না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আপনারা পারবেন না। আমরা খুব শীঘ্রই মাঠে নামতেছি। শরীরটা একটু অসুস্থ আছে। জুন মাস থেকেই হয়তো আমরা মাঠে নামবো। কিছু কথার দাত ভাঙ্গা জবাব দেয়া হবে। অশুভ শক্তির বিরুদ্ধে খেলতে নামবো। আমাদের খেলার সামনে ৫ মিনিটও টিকতে পারবেন না। কোন কারণে মাথা গরম হলে সময়ই পাবেন না। ’শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে চাষাঢ়ায় এক রেস্তোরাঁয় জেলা শ্রমিক লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা জানি পেছনে কারা কারা খেলছে। জানি বলেই খোকন সাহা খন্দকার মোশতাকের কথা বলেছে। আমি চাই তারা মিটিং-মিছিল করুক। কখন কালো মাইক্রোবাসে করে ভিপি নূর আসলো, চুপচাপ দেখা করে গেল তা বিভিন্ন সংস্থা জানে। ’শামীম ওসমান বলেন, ‘আমাদের চুপ থাকাকে অনেকে দুর্বলতা ভাবছে। আমরা দায়িত্বশীল বলে চুপ আছি। এক রাজাকারের ছেলে আছে, ও বললো, শামীম ওসমান বলেছিল, খোকন সাহার নামে মামলা হলে নারায়ণগঞ্জে খালি মাথা আর মাথা দেখা যাবে। মাথা আর মাথাই দেখা যাইতে পারে, সমস্যা নাই। সমস্যা হইলো রমজান মাস, সংযমের মাস, সামনে ঈদ, ঢাকা কলেজের ঘটনা। সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি কার বিরুদ্ধে কথা বলবো। যারা খেলতে চান তাদের বলি আমাদের খেলা হবে স্লোগান এখন সারা পৃথিবীতে পরিচিত।

’এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ