সাংবাদিকের বাসায় চুরি

দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শহরের কলেজ রোড গলাচিপাস্থ রুমীর নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, রাত প্রায় সাড়ে আটটায় বাড়ীর মহিলারা তাড়াবির নামাজ পড়তে ছিল। নিচ তলার একটি বিল্ডিং এ সাংবাদিক রুমীর মা ও টিনসেড ঘরে তার ছোট ভাই স্ত্রী ও তিনজন ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। কয়েক দিন আগে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা ঈদ করার জন্য গ্রামের বাড়ীতে যায়। তাই দরোজা ছিলো তালা দেওয়া। এক তলা বিল্ডিংএ রুমীর মা থাকলেও ঘটনার সময় তারা সবাই নামাজ পড়ার জন্য বাড়ীর গেইটে তালা লাগিয়ে পাশের দু’তলায় যায়। আধা ঘন্টা পর এশার নামাজ শেষে রুমীর মা নীচে নেমে দেখে গেইটের তালা ভাঙ্গা। তখন রুমীর মায়ের চিৎকারে বাড়ীর সকলেই বিল্ডিং থেকে নেমে আসে। এবং দেখতে পায় তিনটি ঘরের তিনটি স্টিলের আলমারী ভেঙ্গে ভিতরের ড্রয়ার ও সিন্দুক ভেঙ্গে নগদ টাকা যায়। তবে ছোট ভাইয়ের স্ত্রী বাড়ীতে না থাকায় কি কি নিয়েছে বলা না গেলেও মায়ের আলমারী ভেঙ্গে প্রায় ৬০ হাজারের মতো টাকা নিয়েছে বলে ধারণা করছেন সাংবাদিক রুমী।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ