সোনারাগাঁয়ে ৪০০ পরিবারে ইঞ্জি. মাসুমের আর্থিক সহযোগীতা

নগদ টাকা দিয়ে সে আমাকে সাহায্য করেছে। সে সব সময় মানুষের পাশে দাঁড়ায় শুনি। প্রতিবারের মতো এবারও চেয়ারম্যান অনেককে টাকা দিতাছেন। আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক।’কথা গুলো বলছিলেন পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার রাশেদা বেগম নামের পঙ্গু এক নারী। প্রতিবারের মতো এবারও চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুমের নগদ অর্থ পেয়েছেন তিনি। রাশেদা বেগমের মতো এরকম অসহায় দুস্থ ও অস্বচ্ছল ৪০০ পরিবার পেয়েছে ইঞ্জিনিয়ার মাসুমের অর্থিক সহযোগীতা।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৯ এপ্রিল) জুম্মা নামাজ শেষে প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম। এসময় তিনি বলেন, থানা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায়দের মাঝে আজ নগদ অর্থ দিলাম। প্রতি শুক্রবারে আমি না থাকলে আমার ম্যানেজার দিয়ে দেয়। আজ বিশেষ কারণে এখানে এসেছি। আর প্রতি শুক্রবারে দানটা করলে মনে শান্তি পাওয়া যায়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ