করোনার ২ বছর পর

ঈদে স্বজনরা পাবে কারাগারে বন্দিদের সাক্ষাৎ

করোনাকালীন সময়ে গত দুই বছর ধরে ঈদে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিল। দুই বছর পর এবার ঈদে বন্দিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন স্বজনরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মাহবুবুল আলম।

তিনি জানান, ঈদে বন্দিদের জন্য এবার আমরা ফুটবল খেলার আয়োজন করবো। তবে এবারো হচ্ছেনা সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদকে কেন্দ্র করে স্বজনরা বন্দিদের সাথে সাক্ষাৎ করতে পারবে। ঈদে বন্দিদের জন্য সকালে দুপুরে ও বিকেলে বিশেষ খাবারের আয়োজন থাকবে।

তিনি আরো জানান, ঈদের দিন আমরা সকালে ৯ টায় কারাগারের অভ্যন্তরে ঈদের জামাতের ব্যবস্থা করবো। সেখানে কারারক্ষী ও বন্দিরা নামাজ আদায় করবেন। এখনো একেবারে করোনা শেষ হয়ে যায়নি, আমরা স্বাস্থ্যবিধির পুরোটাই অনুসরণ করবো। বন্দিদের সাক্ষাতের ক্ষেত্রেও এটি মানা হবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ