নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান। শনিবার (৩০ এপ্রিল) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে নামাজ শেষে পরিবারের পক্ষ থেকে এ জিয়ারত করেন তারা।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভুইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহদাৎ হোসেন ভুইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।