বন্দরে ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে আরও আট হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বুধবার (১১ মে) দুপুরে ধামগড় ইউনিয়নের গোকুলদাশের বাগ ও ইস্পাহানি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় নয় কিলোমিটার এলাকা বিস্তৃত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্নসহ বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ। এ নিয়ে বন্দর উপজেলায় টানা দুই দিনে বিচ্ছিন্ন করা হলো ১২ হাজার অবৈধ সংযোগ।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, গত এক বছরে এই এলাকায় তিন দফায় ত্রিশ কিলোমিটার এলাকা বিস্তৃত প্রায় ত্রিশ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সর্বশেষ গত মার্চ মাসে তৃতীয়বারের মতো এই আট হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় সংযোগ নেয়া হয়।এর আগে মঙ্গলবার এই ইউনিয়নের কুঁড়িপাড়া ও বাগে জান্নাত মসজিদ রোড এলাকার দুইটি স্পটে চার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ