ফতুল্লার আলতাফ মাষ্টার আর নেই

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে অবস্থিত হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন মোল্লা (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার (১২ মে) ভোরে মধ্য ধর্মগঞ্জের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন জানান, আলতাফ হোসেন মোল্লা ১৯৯৪ সালে অত্র বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিদ্যালয় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।পারিবারিক সূত্রে জানাগেছে, মরহুমের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার ঘাঘটিয়া ইউনিয়নের শালদৈ গ্রামে বিকেল সাড়ে পাঁচটায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ