হাজীগঞ্জে দুষ্কৃতিকারী চক্রের ৬ সদস্য

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার হাজীগঞ্জ থেকে দুষ্কৃতিকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রফিকুল ইসলাম সানি (৩২), মো. সাগর (৩৬), মো. রাকিব হোসেন (৩৮), মো. সজল (২৮), মো. রাকিবুল আলম সজীব (২৯) ও মো. শরীফ হোসেন (২৪)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৯শ’ টাকা, প্লাষ্টিকের পাইপ ২টি, কাঠের লাঠি ২টি এবং লোহার পাইপ ২টি জব্দ করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কতিপয় দুষ্কৃতিকারীদল পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য হাজীগঞ্জ এলাকায় অবস্থান করছে। এর সূত্রধরে রবিবার (১৪ মে) র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ