ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে পিস্তলসহ সাংবাদিক হত্যা মামলার আসামী মাসুদসহ গ্রেপ্তার ৩

আবু বকর সিদ্দিক
মে ১৪, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে সাংবাদিক ইলিয়াছ হত্যা মামলার আসামী মাসুদসহ অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিসি। শনিবার (১৪ মে) রাতে বন্দর থানাধীন একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীরা হলো বন্দর রেল লাইন ১নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭) নয়নগর এলাকারমৃত নুরুল হক মিয়ার ছেলে সাংবাদিক ইলিয়াছ হত্যা মামলার প্রধান আসামী মাসুদ (৩৭) ও কল্যান্দী এলাকার নিয়ামত আলী মিয়ার ছেলে শেখ সোহান (২৪)। এ ব্যাপারে র‌্যাব-১১ ডিএডি সুবেদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ সন্ত্রাসী বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে।। যার মামলা নং- ২১ (৫)২২ তাং- ১৪(৫)২২।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।