ঢাকারবিবার , ১৫ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সোনার বাংলা গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে

আবু বকর সিদ্দিক
মে ১৫, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মানুষকে সুস্থ বিনোদন দিতে হবে, তাহলে মানুষ অপরাধ থেকে সরে আসবে। বর্তমানে কিশোর গ্যাং অন্যতম একটি সমস্যা। সেক্ষেত্রে পরিবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তরুনদের মধ্যে মোবাইলের সংস্কৃতি থেকে দূর করতে হবে। বিনা প্রয়োজনে তাদের কাছে স্মার্টফোন দেয়া যাবে না। আমাদের পুলিশের পক্ষ থেকে যা করা লাগে তা করা যাবে। চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ী, কিশোর গ্যাং এদের লিষ্ট করে লিষ্ট দেন। আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো। আসুন সবাই মিলে তিলোত্তমা নারায়ণগঞ্জ গড়ে তুলি।

রবিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় ফতুল্লা থানায় সভা কক্ষে ফতুল্লা মডেল থানা আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ কথাগুলো বলেন।তিনি আরো বলেন, আমরা যদি সকলে দেশকে ভালোবাসি তাহলে দেশে কোন অপরাধ সংসঠিত হবে না। এক্ষেত্রে জনগণের সহযোগীতা আমাদের প্রয়োজন, তবে আমাদের পুলিশের অবস্থান সব সময় জিরো টলারেন্স থাকবে। মানুষের সহযোগীতায় আমরা চানমারির মতো জায়গায় মাদক নিমূল করতে পেরেছি। আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর সাথে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পুলিশও কাজ করে যাচ্ছে।

ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শেখ রিজাউল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা মডেল থানার ইন্সেপেক্টর (ওসি তদন্ত) তরিকুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ইন্সেপেক্টর (ওসি অপারেশন) কাজী মাসুম, উপ-পরিদর্শক (এসআই) মো. হারেস, সদস্য মেম্বার রাশেদুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম,যুগ্ম সম্পাদক আলামিন প্রধান,সদস্য মেম্বার রাশেদুল ইসলাম,ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু,ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন সহ বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।