রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আরিফ(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। বৃহস্পতিবার (১৯মে) বিকালে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত আরিফ (৩৫) শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার এস আই আকরাম জানান, ট্রাক ও মোটরসাইকেলটি ঢাকা থেকে গাউছিয়া যাচ্ছিল এমন সময় মোটরসাইকেলটি তারাবো পৌরসভার সামনে পৌঁছাতেই পিছনের ট্রাকটি (ঢাকা-মেট্টো-ট-১১-৬৯২৪) ধাক্কা দিলে মোটরসাইকেলটির (ঢাকা মেট্টো-হ-৬৮-৮৮১৭) আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে চাপা পরে। ফলে ঘঁনাস্থলে মারা যায় আরিফ।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মামলার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ