ঢাকাশুক্রবার , ২৭ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে কোচিংয়ে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

আবু বকর সিদ্দিক
মে ২৭, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাজীয়া সুলতানা (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় কোচিং করার জন্য বাসা থেকে বের হয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থী রাজীয় সুলতানা বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার ইকবাল সাউদ ওরফে লিটু মিয়ার মেয়ে বলে জানা গেছে। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ শিক্ষার্থীর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী মা ফেরদৌসী বেগম বাদী হয়ে ২৭মে শুক্রবার বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১১৫০ তাং- ২৭-৫-২০২২ইং।

নিখোঁজ জিডি সূত্রে জানা গেছে, বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার ইকবাল সাউদ লিটু মিয়ার মেয়ে রাজীয়া সুলতানা দীর্ঘ দিন ধরে উত্তর লক্ষনখোলা এলাকায় কোচিং করে আসছে। এর ধারাবাহিকতায় গত ২৬ মে বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থী রাজীয়া সুলতানা প্রতিদিেেনর মত কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছে। জিডি তদন্তকারি কর্মকর্তা শিক্ষার্থীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।