ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মদদে স্থানীয় গ্যাস চোর হালিম:বন্দরে সোর্সের সন্ত্রাসীরা পেটালো বাড়ীওয়ালাকে

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ৮, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বন্দর:

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে বাড়িওয়ালাকে মারধরের ঘটনায় ১ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে বন্দরের বিএম উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। হামলার পর ভুক্তভোগী সজীব উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় অবৈধ গ্যাস সংযোগ দেয়া চক্রের অন্যতম হোতা হালিম ওরফে হালিম কন্ট্রাকটর এর নেতৃত্বে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়। জিডি সূত্রে জানা যায়, প্রায় ২৬ হাজার টাকা বাসা ভাড়া বাকি রেখে চলে যেতে যায় বিবাদী রাকিব। মূলত নারী ঘটিত কিছু অভিযোগের কারনে দ্রুত তাকে বাসা ছেড়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়। সে বাড়িতে ২টি টিভি রেখে অন্যান্য মালপত্র নিয়ে চলে যায়।

বুধবার সকালে স্থানীয় গ্যাস চোর হিসেবে পরিচিত হালিমকে সাথে নিয়ে বাড়ি ভাড়া পরিশোধ না করেই টিভি নিতে আসলে বাঁধা দেয় সজীব। ঘটনাস্থলেই সজীবকে পিটিয়ে আহত করে হালিম, রাকিব ও শাহীন ওরফে পাগলা শাহীনসহ ৭/৮জন সন্ত্রাসী। এসময় সজীবকে রক্ষা করতে তার ভাই ব্যবসায়ী মোমেন এগিয়ে আসলেও তাকে বেধড়ক পিটায় সন্ত্রাসীরা। হামলা থেকে বাঁচতে ভুক্তভোগীরা পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও মারতে উদ্যত হয় বিবাদীরা।

পরে ফাঁড়ির পুলিশ সদস্যরা রাকিবকে আটক করে এবং বাকিদের ধাওয়া দেয়। পরে তাকে বন্দর থানায় সোপর্দ করলে পুলিশ রাকিবকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এসময় কৌশলে গ্যাস চোর হালিম সেখান থেকে সটকে পরে। স্থানীয় সূত্র জানান, হালিম ঐ এলাকায় চোরাই গ্যাস সংযোগ দেয়া চক্রের মূল হোতা। সোনারগাঁ গ্যাস অফিসের জনৈক জহির নামের এক দুর্নিতীবাজ কর্মকর্তার সহযোগী সে। বছর কয়েক আগে তাকে স্থানীয় ঠিকাদাররা পিটিয়ে সেখান থেকে বিতাড়িত করেন।এদিকে মারধরের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাকিবকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।