বঙ্গবন্ধু গোল্ডকাপে ১০-১ গোলে সোনাকান্দা সপ্রাবি চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ণ হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৩ টায় হাাজী ইব্রাহিম আলমচাঁন কলেজ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১০-১ গোলে উড়িয়ে দিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেন সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ।এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালাম,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এসআই জুয়েল,উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব, লিপি আক্তার, ইউআরসি ইনষ্ট্রাকটর নাসরিন পপি, সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আহম্মেদ আলী, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান,প্রধান শিক্ষক আঃ হালিম,শাহানাজ সুলতানা, জাকির, আনিস,আবু সাঈদ,সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, শিক্ষক শেখ কামাল, মাজেদা বেগম, মেহেরজ্জাহান মীম, নূর জাহিদ বাদল, অনন্যা সূত্রধর, আফরোজা আক্তার প্রমূখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ