ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

রূপগঞ্জে ফুলকলি মিষ্টির কারখানায় আগুন

আবু বকর
জুন ২৯, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলকলি সুইটস লিমিটেড নামে একটি মিষ্টি তৈরির কারখানায় আগুনের খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুন) সকাল ৭টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

জানা গেছে, সকালে আগুনের খবর পেয়ে রূপগঞ্জের কাঞ্চন ফায়ার স্টেশনের দুটি ও আড়াইহাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় হতাহতের খবর মিলেনি।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রূপগঞ্জের বরাবো এলাকায় ফুলকলি সুইটসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এখন ডাম্পিং চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।