ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় হাটের সিডিউল ক্রয় নিয়ে সংঘর্ষ

আবু বকর সিদ্দিক
জুলাই ৩, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় পশুর হাটের সিডিউল ক্রয় নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪/৫জন আহত হয়। রোববার (৩ জুলাই) বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকায় অস্থায়ী পশুর হাটের সিডিউল ক্রয়ের সময় দেলোয়ার গ্রুপের সঙ্গে হাসান নামে আরেকজনের কথাকাটি হয়। এক পর্যায়ে নিবার্হী অফিসারের কার্যালয় থেকে হাসানকে ধরে মাঠে নিয়ে ১০/১২ জন মিলে এলোপাথারী মারধর করতে থাকে। এসময় হাসানের লোকজনও এসে তাদের ধাওয়া দেয়। এতে দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওইসময় উভয় গ্রুপেরই অন্তত ৪/৫ জন আহত হয়। এসময় পুলিশ এসে দুই গ্রুপকে ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌস বলেন, কিছু উশৃংখল লোকজন এসে কিছুটা বিঘ্ন ঘটিয়েছিল। পুলিশ তাদের নিয়ন্ত্রন করেছে। ১০টি হাটের সিডিউল বিক্রি করা হয়েছে। সোমবারও কয়েকটি হাটের সিডিউল বিক্রি করা হবে। মঙ্গলবার দরপত্র যাচাই বাছাই করা হবে। এদিকে ফতুল্লার আলীগঞ্জ, ভুইগড়, শান্তিধারা, গোগনগর বাড়িরটেকসহ একাধীক স্থানে ইজারা ছাড়াই বিশাল হাট বসিয়ে পশু ক্রয় বিক্রয় করছে। এবিষয়ে নিবার্হী অফিসার বলেন, আমাদের কাছে এধরনের কোন অভিযোগ কেউ করেনি। তবে খোজ খবর নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।