শহর ও শহরতলীর কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন এক থেকে দুই ঘন্টা লোডশেডিং থাকবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতেও। ইতিমধ্যে কোন অঞ্চলের কোন কোন এলাকায় কখন এবং কতক্ষণ লোডশেডিং থাকবে সেই তালিকা প্রকাশ করেছে বিদ্যুৎ বিপননকারী প্রতিষ্ঠান ডিপিডিসি। তবে, বিদ্যুৎ বিভ্রাট, রক্ষণাবেক্ষণ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এ সময়ের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ। ডিপিডিসি নারায়ণগঞ্জ কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী লোডশেডিংয়ের সময়সূচী নিন্মরূপ।

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি, আনন্দ হোটেল ও এর আশপাশের এলাকা: বিকাল ৩টা থেকে ৪টা। খানপুর, ডনচেম্বার, ব্যাংক কলোনী: রাত ১১টা থেকে ১২টা। বিবি রোড: সকাল ৭টা থেকে ৮টা। কিল্লারপুল, বরফকল: রাত ১২টা থেকে ১টা। মিশনপাড়া, রামবাবুর পুকুরপাড়: রাত ১টা থেকে ২টা।হাজীগঞ্জ, আইইটি স্কুল, চেয়ারম্যান বাড়ি: দুপুর ২টা থেকে ৩টা। গুদারাঘাট, হাঁস মুরগীর খামার: সন্ধ্যা ৫টা থেকে ৬টা। তল্লা বড় মসজিদ, বি.বি মরিয়ম স্কুল সংলগ্ন: দুপুর ১টা থেকে ২টা ও সন্ধ্যা ৫টা থেকে ৬টা। কালির বাজার, আমলাপাড়া, স্বর্ণপট্টি: রাত ২টা থেকে ৩টা। নারায়ণগঞ্জ ক্লাব থেকে ২নং রেল গেইট: রাত ৩টা থেকে ৪টা ও রাত ১০টা থেকে ১১টা। সাহাপাড়া আশা হল, মিনা বাজার, টানবাজার পার্ক: রাত ৯টা থেকে ১০টা। ফায়ারঘাট, নিতাইগঞ্জ মোড়, মধ্য নলুয়া: রাত ৮টা থেকে ৯টা। ৫নং ঘাট, আল-জয়নাল প্লাজা: ভোর ৪টা থেকে ৫টা ও সন্ধ্যা ৭টা থেকে ৮টা।ফতুল্লার শিবু মার্কেট, পিঠালীপুল ব্রীজ: ভোর ৫টা থেকে ৬টা। ডিসির মাঠ ও ইউরো টেক্স গার্মেন্টস: সকাল ৬টা থেকে ৭টা। ফতুল্লার পুরাতন হাজীগঞ্জ: সকাল ৮টা থেকে ৯টা। আইলপাড়া, পাঠানটুলী, গোদনাইল: দুপুর ১২টা থেকে ১টা। সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী, ফতুল্লার কুতুবপুর: সকাল ৯টা থেকে ১০টা। ফতুল্লার ওয়াবদারপুল ও লাকীবাজার: সকাল ১০টা থেকে ১১টা। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, বি.কে রোড ও তোলারামের মোড়: বিকাল ৪টা থেকে ৫টা। নারায়ণগঞ্জ শহরের মধ্য নলুয়া, নিতাইগঞ্জ: বেলা ১১টা থেকে ১২টা। ফতুল্লার তক্কারমাঠ: ১০টা থেকে ১১টা।সিদ্ধিরগঞ্জের মৌচাক ও শিমরাইল এলাকায় সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা এবং রাত ১২টা হতে ১টা; শুকরসী রোড এলাকায় রাত ১টা হতে ২টা এবং রাত ৮টা হতে রাত ৯টা; সারুলিয়ায় রাত ২টা হতে ৩টা এবং রাত ৯টা হতে রাত ১০টা; সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় রাত ৩টা হতে ৪টা এবং রাত ১০টা হতে রাত ১১টা; ভূমিপল্লী ও মাজার এলাকায় ভোর ৪টা হতে ৫টা এবং রাত ১১টা হতে রাত ১২টা; এসএসটি বেভারেজ এলাকায় ভোর ৫টা হতে ৬টা; মালটি ওয়েল, আল আকসা ও প্রগতি স্টিল এলাকায় ভোর ৬টা হতে সকাল ৭টা; মিজমিজি ও কালু হাজী এলাকায় সকাল ৭টা হতে ৮টা; মিজমিজি বাতনপাড়া এলাকায় সকাল ৮টা হতে সকাল ৯টা; সিআইখোলা ও কদমতলী এলাকায় সকাল ৯টা হতে সকাল ১০টা; ভূঁইয়াপাড়া এলাকায় সকাল ১০টা হতে ১১টা; ইপিজেড ও সাইলো এলাকায় সকাল ১১টা হতে দুপুর ১২টা; আঁটি এলাকায় দুপুর ১২টা হতে দুপুর ১টা; হিরাঝিল বাতানপাড়া এলাকায় দুপুর ১টা হতে দুপুর ২টা; অ্যাপোলো এলাকায় দুপুর ২টা হতে বিকেল ৩টা; আদমজী ইপিজেড এলাকায় দুপুর ৩টা হতে বিকেল ৪টা; কদমতলী এলাকায় বিকেল ৪টা হতে বিকেল ৫টা; তাতখানা রোড, গোদনাইল ও কদমতলী এলাকায় বিকেল ৫টা হতে বিকেল ৬টা; জুলফিকার স্টিল ও ভূঁইয়াপাড়া এলাকায় বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ