ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বাসি খাবার রাখায় রেস্তরাকে জরিমানা

আবু বকর সিদ্দিক
জুলাই ২৫, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাসি খাবার সংরক্ষণের অপরাধে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার ক্রাউন বুফে রেস্তোরাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে মো. সেলিমুজ্জামান বলেন, ‘ক্রাউন বুফে রেস্তোরাঁয় বাসি খাবার সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় এই জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী রেস্তোরাঁগুলো বাসি খাবার রাখতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আগের দিনের বাসি মাছ-মাংসসহ কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে রাখা ছিল। আজকে সেই খাবার ফ্রিজ থেকে বের করে, আর কিছু খাবার ফ্রিজে রাখা ছিল। বাসি খাবারগুলো গরম করে পরিবেশন করার উদ্দেশে ফ্রিজ থেকে বের করে রাখা হয়। এর মধ্যে অভিযান চালিয়ে খাবারগুলো জব্দ করি ও জরিমানা করি। আমাদের এই অভিযান চলবে।’

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।