শহরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। জেলা প্রশাসকের নির্দেশে রবিবার (৩১ জুলাই) শহরের খানপুর, চাষাড়া রেলস্টেশন ও ২ নং রেলগেট এলাকায় দিনব্যাপী এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ২ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. রাসেল ইসলাম নূর ও জনাব কে এস ইশমাম এর নেতৃত্বে র‌্যাব ১১ এর উপ পরিচালক স্কোয়াড্রন লিডার জনাব কে এম মনিরুল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো. সম্রাট তালুকদারসহ র‌্যাব ১১ এর সদস্যগণ, ফতুল্লা মডেল থানা পুলিশ, আনসার ও ভিডিপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ এ অভিযানে অংশগ্রহণ করেন।এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ