ঢাকারবিবার , ৩১ জুলাই ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শহরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার ১৪

আবু বকর সিদ্দিক
জুলাই ৩১, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। জেলা প্রশাসকের নির্দেশে রবিবার (৩১ জুলাই) শহরের খানপুর, চাষাড়া রেলস্টেশন ও ২ নং রেলগেট এলাকায় দিনব্যাপী এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ২ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. রাসেল ইসলাম নূর ও জনাব কে এস ইশমাম এর নেতৃত্বে র‌্যাব ১১ এর উপ পরিচালক স্কোয়াড্রন লিডার জনাব কে এম মনিরুল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো. সম্রাট তালুকদারসহ র‌্যাব ১১ এর সদস্যগণ, ফতুল্লা মডেল থানা পুলিশ, আনসার ও ভিডিপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ এ অভিযানে অংশগ্রহণ করেন।এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।