আম্মা আর ভাইয়া গ্রুপে বিভক্ত বিএনপি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি এখন দুইভাগে ভাগ। একটা আম্মা গ্রুপ আরেকটা ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপে যারা আছেন তারা মোটামুটি সিনিয়র বর্ষীয়ান। আম্মা গ্রুপ যারা আছেন তারা চাচ্ছেন একটা নির্বাচন হোক। বার্গেডিং পয়েন্টে হোক কিছু কমবেশি যেভাবেই হোক একটা নির্বাচন চাচ্ছেন তারা। সব তো আর পাবে না। আওয়ামী লীগ তো আর ভেসে আসেনি পায়ের তলে মাটি নিয়েই আছে। তারা চাচ্ছে নির্বাচন। আর ভাইয়া গ্রুপে যারা আছেন তারা চাচ্ছেন না নির্বাচন হোক।

ভাইয়া গ্রুপ চাচ্ছেন কিছু হোক দেশে। এটা বিদেশে কাজ শুরু হয়ে গেছে। আমি জেনে শুনেই বলছি। কেন? কারণ ভাইয়া গ্রুপ বুঝতে পারছে তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় যদি না আসতে তার কোনো পার্সোনালটি সুবিধাভোগী হচ্ছে না। এখানে আমার মনে হয় চতুর্মুখী খেলা হচ্ছে। আমাদের আরেকটু দেখতে হবে সামনে কি হয়। তবে নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতা হস্তান্ত হবে তাহলে আমি বলবো বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেঁচে থাকলে অন্য কোনো পন্থায় আসতে পারবে না।

রোববার (৩১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের ‘টু দ্য পয়েন্ট’ একটি আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ