পুলিশের গাড়ির ধাক্কায় শিক্ষার্থী আহতের ঘটনায় বিক্ষোভ, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশের গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা পুলিশের রিকুইজিশন করা ওই মাইক্রোবাসটি ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ আগষ্ট) সকালে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী অংশে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আড়ইহাজার পুলিশ ফাঁড়ির একটি রিকুইজিশন করা গাড়ি মহসড়কের একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে ওই অটোরিকশাটি সড়কের পাশের খাদে পরে যায়। এত তিন শিক্ষার্থী ও অটো রিকশাচালক আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন। পরে ওই মাইক্রোবাসটিকে আটক করে ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থাকা অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার ঢাকা পোষ্টকে বলেন, আড়াইহাজারের শিমুলতলী এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছে বলে জানতে পারি। পরে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ওই ঘটনায় আহত শিক্ষার্থীদের পরিচয় জানার চেষ্ঠা চলছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ