সোনারগাঁয়ে হাত-পা বাঁধা যুবকের ঝুলন্ত লাশ

সোনারগাঁয়ে হাত, পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার বৈদ্দেরবাজার ইউনিয়ণের ছনকান্দা এলাকার রূপায়ণ গ্রুপের পরিত্যক্ত একটি পুকুর পার থেকে হাত পা বাঁধা ও গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এলাকাবাসীর ধারনা এখানে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে যুবকটি হয়তো আশেপাশের কোন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক ছিলো।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, যেহেতু হাত-পা বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। নিঃসন্দেহে এটা একটা হত্যা কান্ড। তবে দূর্বৃত্তরা কখন তাকে হত্যা করে এখানে লাশ ঝুলিয়ে রেখে গেছে কেউ বলতে পারছেনা।

তিনি আরোও বলেন, এখনো নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর কিভাবে মৃত্যু হলো সঠিকভাবে বলতে পারবো।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ