আজমির শরীফে আইভী ও হারুন

সোর্স:নিউজ ডেস্ক

ভারতের আজমীর শরিফে দেখা গেছে নারায়ণগঞ্জের আলোচিত সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও সাবেক এসপি ‘সিংহাম খ্যাত’ বর্তমানে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ডিআইজি হারুনকে।৫ আগস্ট দুইজন একসঙ্গে ভারতের আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারা।

এসময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর। অপরদিকে ডিআইজি হারুন অর রশিদের সাথে ছিলেন তার স্ত্রী সন্তান ও মা।জানা যায়, আজমীর শরীফে হঠাৎ তাদের সাথে দেখা হয়। দরগাহে গিলাফ চড়ানোর আগে তাদের মধ্যে দেখা হয়। প্রথমে তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। আজমির শরীফে গিলাফ চড়ান। শেষে মাজার জিয়ারতে একত্রে শরিক হন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জবাসীর জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ