আদালত পাড়ায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস

নারায়ণগঞ্জের বিভিন্ন থানার মাধক বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৯ কেজি গাঁজা, ২০৪ লিটার মদ ও ৪১ পুরিয়া হিরোইন। বুধবার (১০ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে একটি পরিত্যক্ত জায়গায় ওই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লা থানায় বিভিন্ন সময়ে পরিচালিত মাদকদ্রব্য বিরুদ্ধে অভিযানে ওইসব মাদক উদ্ধার করা হয়েছিল। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের নির্দেশে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুর রহমানে উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানসহ প্রমুখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ