বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই স্বাধীনতা পেয়েছি: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এখনো বাংলাদেশ স্বাধীন হতো না। পাকিস্তানী শাসকগোষ্ঠীর নির্যাতন, নিপিড়ন আমাদের সহ্য করতে হতো। পরাধীনের শিকলবন্দী হয়ে থাকতে হতো। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই স্বাধীনতা অর্জন করেছি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে । মঙ্গলবার (৯ আগষ্ট) রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।

তারাবো পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,

মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, তারাবো পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া, আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল ইসলাম ভুইয়া, মোখলেছুর রহমান, এমি ভুইয়া, বায়েজিদ সাউদ, আমিনুল ইসলাম, এনামুল ভুইয়া, মঞ্জুর হোসেন পাঠান প্রমুখ। পরে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ