মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার ২২

নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এদের মধ্যে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নির্দেশে বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূরের নেতৃত্বে অভিযানটি চলে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায়।

অভিযানে সহযোগিতা করে র‌্যাব ১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা আনসার ও ভিডিপি। জেলা প্রশাসন থেকে রাত ১২টায় জানানো হয়, ২২ জনকে গ্রেপ্তার করে ২১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড ও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আলামত হিসেবে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪২০ পিছ এ্যাম্ফিটামিন (ইয়াবা) বিপুল পরিমান গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ