ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ৬’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আবু বকর সিদ্দিক
আগস্ট ১১, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় ২ টি পয়েন্ট অভিযান চালিয়ে ৬’শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার। এ নিয়ে দুইমাসে এই এলাকার ১৫ হাজার ৬ ‘শ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগ জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাতের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালি মহল। অবৈধভাবে নেয়া হয়েছে অর্ধলক্ষা অবৈধ সংযোগ। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা। বুধবার কর্নগোপ এলাকায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া অবৈধ আবাসিক সংযোগ সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলামের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।