এক বছরের সাজার ভয়ে নয় বছর পালিয়ে থাকা আসামি গ্রেপ্তার

এক বছরের সাজা এড়াতে নয় বছর পালিয়ে থাকার পর ফতুল্লা এলাকার আমিন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (১৩ আগষ্ট) তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠায় পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম। এর আগে শুক্রবার (১২ আগস্ট) রাতে তাকে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আমিন ফতুল্লার আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দস্যুতা ও মারামারির ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা ২০০৪ সালের একটি মামলায় বিচারিক কার্যক্রম শেষে নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত ২০১৩ সালে আমিনকে এক বছরের সাজা দেন। সেসময় পলাতক থাকায় তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়েছিল। রায়ে তাকে এক বছরের সাজা দেওয়ায় সে নয় বছর যাবৎ পালিয়ে আত্ম গোপনে ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার লামাপাড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ