ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে করোনা আক্রান্ত সাড়ে ২৫ হাজার ছাড়াল

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ৯, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৯ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৫ হাজার ৫০৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৩১৯ জন।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১৯ জন, সদরে ১৪ জন, বন্দরে ৮ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ১৬ জন ও রূপগঞ্জে ২১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৪৪ জন ও আক্রান্ত ৮ হাজার ৮১২ জন।  অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত ৫ হাজার ২৪০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩৫ ও মারা গেছেন ৩০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৭৮০ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ৬৭৮ জন ও মারা গেছেন ৬৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৮ জন।জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ২২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭৩ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২৪ হাজার ১৫৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮ হাজার ৩৬১ জন, সদর উপজেলার ৪ হাজার ৯৭৩ জন, রূপগঞ্জের ৪ হাজার ২০৭ জন, আড়াইহাজারের ১ হাজার ৭১৫ জন, বন্দরের ২ হাজার ৩৯৫ ও সোনারগাঁয়ের ২ হাজার ৫০৮ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।